5 New EV Car in 2025: বিগত বেশ কয়েক বছর ধরে গ্রাহকদের মধ্যে ব্যাটারি চালিত গাড়ি কেনার চাহিদা বাড়তে দেখা গিয়েছে। এই কারণে গাড়ি নির্মাণকারী কোম্পানিগুলি জ্বালানি চালিত গাড়ির পাশাপাশি বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাণের ওপরেও মনোযোগ দিয়েছে। গত বছরই বাজারে বেশ কয়েকটি নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যেই এই গাড়িগুলির বহু সংখ্যক ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। উল্লেখ্য, এই বছরেও বহু নতুন বৈদ্যুতিক গাড়ি মার্কেটে লঞ্চ হবে। চলতি মাসেই পাঁচটি নতুন বৈদ্যুতিক গাড়ি প্রকাশ্যে আসার কথা শোনা যাচ্ছে। এই গাড়িগুলি বহু নতুন এবং অত্যাধুনিক ফিচার্সের সাথে মার্কেটে আসবে।
5 New EV Car in 2025
হুন্ডাই ক্রেটা ইভি (Hyundai Creta EV):
হুন্ডাই কোম্পানির জ্বালানি চালিত গাড়ি হুন্ডাই ক্রেটা মডেলের ন্যায় নির্মিত বৈদ্যুতিক গাড়ি হুন্ডাই ক্রেতা ইভি মার্কেটে ১৭ই জানুয়ারি লঞ্চ হতে চলেছে। গ্রাহকরা এই গাড়িতে পেয়ে যাবেন দুই ধরনের ব্যাটারি। একটি ৫১.৪ কিলোওয়াট আওয়ার এবং অপরটি ৪২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি যেগুলি একটি সম্পূর্ণ চার্জে যথাক্রমে ৪৭৩ কিমি এবং ৩৯০ কিমি পর্যন্ত যেতে পারে। একটি ৬০ কিলোওয়াটের ডিসি চার্জার দিয়ে ৫৫ মিনিটের মধ্যে এই গাড়ি ৮০% চার্জ হয়। মাত্র ৭.৯ সেকেন্ডের মধ্যেই এই ইভি ১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি তোলে। সেইসাথে গাড়িটিতে আছে প্যানোরমিক সানরুফ, ১০.২৫-ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে এবং এডিএএস (ADAS)৷ এক্স-শোরুমে গাড়িটির দাম ১৭ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে।
মারুতি সুজুকি ই ভিটারা (Maruti Suzuki E Vitara):
১৭ই জানুয়ারি গাড়িটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। গাড়িটির এক্স-শোরুম মূল্য প্রায় ২০ থেকে ২৫ লাখ পর্যন্ত। গাড়িটিতে ৪৯ কিলোওয়াট আওয়ার এবং ৬১ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন দুটি ব্যাটারি প্যাক থাকবে। গাড়িটির টপ ভার্শনে থাকছে লেভেল ২ এডিএএস (ADAS), ভি২এক্স (V2X), ভি২এল (V2L)। সুরক্ষার জন্য গাড়িটিতে থাকছে ৮টি এয়ারব্যাগ, ইবিডি (EBD) সহ এবিএস (ABS), ট্রাকশন কন্ট্রোল প্রোগ্রাম, ইএসপি (ESP)।
Read More: RONFLANT BRISK E SCOOTER: যাতায়াতের জন্য এক চমকপ্রদ ইলেকট্রিক স্কুটার।
টাটা হ্যারিয়ার ইভি (Tata Harrier EV):
এই গাড়িটি ১৫ই জানুয়ারি প্রকাশ করা হবে এবং বাজারে লঞ্চ করা হবে মার্চ মাসে। গাড়িটির এক্স-শোরুম মূল্য ২৪ লক্ষ থেকে ২৮ লক্ষ টাকা পর্যন্ত। এই গাড়ির ব্যাটারি এবং চার্জ সম্পর্কিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি(5 New EV Car in 2025)। তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, গাড়িটি জেন২ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এবং এতে এডব্লিউডি (AWD) কনফিগারেশন থাকবে।
টাটা সিরিয়া (Tata Serria):
এই গাড়িটিও বাজারে ১৭ই জানুয়ারি প্রকাশ হবে। এর দাম শুরু হতে পারে আনুমানিক ২৫ লক্ষ টাকা থেকে। হ্যারিয়ার ইভির (Harrier EV) ইঞ্জিনের মতোই হবে এই গাড়ির ইঞ্জিন। গাড়িটিতে থাকবে ৩৬০ ডিগ্রীর ক্যামেরা, লেভেল ২ এডিএএস। গাড়িটিতে থাকছে কিছু আরামদায়ক ফিচার্স যেমন পাওয়ার টেইলগেট, পাওয়ার্ড ফ্রন্ট সীট, প্যানোরমিক গ্লাস রুফ, দ্বিতীয় সারির জন্য ভেন্টিলেশন (5 New EV Car in 2025)।
কিয়া সাইরস (Kia Syros):
এই গাড়ির দাম এক্স-শোরুমে আনুমানিক ১৫ থেকে ২০ লক্ষ টাকা হতে পারে। গাড়িটিতে থাকতে পারে ৪৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক যা ৩৫৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। থাকবে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে, লেভেল ২ এডিএএস, প্যানোরমিক সানরুফ এবং ওয়্যারলেস চার্জিং (5 New EV Car in 2025)।