Top 3 High Milage Bikes in India:কম খরচে বেশি মাইলেজ দেয় কোন বাইক?

Top 3 High Milage Bikes in India: বহু মানুষ সহজে এবং আরামদায়কভাবে যাতায়াতের জন্য টু-হুইলারকে বেছে নেন। এক্ষেত্রে গ্রাহকদের কাছে বেশি মাইলেজের টু-হুইলার অত্যন্ত প্রিয়। ভালো ইঞ্জিন, বেশি মাইলেজ এবং সস্তা এই তিনটি প্রধান বৈশিষ্ট্য প্রায় কম বেশি সকল গ্রাহকেরই চাহিদা। বাজারে এমন বেশ কিছু নামজাদা কোম্পানির ভালো বাইক রয়েছে যেগুলি কম দামে বেশ ভালো মাইলেজ দিয়ে থাকে। গ্রাহকরা এই বাইকের উপর চোখ বুজে ভরসা করতে পারেন।

Top 3 High Milage Bikes in India

TVS Sport: টিভিএস স্পোর্ট ভারতীয় অটোমোবাইল জগতে একটি অত্যন্ত পরিচিত নাম। এই বাইক বহু যুগ ধরে মানুষকে পরিষেবা দিয়ে চলেছে। ভালো মাইলেজের জন্য এই গাড়ি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসে নিজের জায়গা করে নিয়েছে। এই বাইকটি প্রতি লিটারে ৭০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। কলকাতায় এই বাইকটির এক্স-শোরুম মূল্য ৬৫,৭০২ টাকা। এর টপ মডেলের দাম ৭২,৭৮৫ টাকা।

Read More: Speego Morni DLX E Rickshaw: যে কোনো টোটো কে টেক্কা দিতে নজর কারা বৈশিষ্ট্য নিয়ে স্বল্প দামে Speego Vehicles বাজারে এনেছে SPEEGO Morni DLX!

Bajaj Platina 110: স্বল্প জ্বালানি ব্যয় এবং মসৃণ সত্তয়ারির জন্য এটি বেশ জনপ্রিয়। দৈনন্দিন জীবনে বাজাজ প্লাটিনা ১১০ এর জুড়ি মেলা ভার। এই বাইকটিও ৭০ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিয়ে থাকে। কলকাতায় এই বাইকটির এক্স-শোরুম মূল্য ৭২,০৬৪ টাকা থেকে শুরু হয়। বাজাজ প্লাটিনার কেবল একটি ভ্যারিয়েন্টই কোম্পানি তৈরি করেছে।

Honda Shine 125: ভারতীয় বাইক জগতে হোন্ডা একটি অত্যন্ত পরিচিত কোম্পানি। বহু বছর ধরে বাইক ব্যবহারকারীদের ভরসার মান রেখে এসেছে। ভালো ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন এবং মসৃণ সওয়ারির জন্য এটি বাইক প্রেমীদের খুবই পছন্দ। এই বাইকের রক্ষণাবেক্ষণের জন্য বেশি খরচ করতে হয় না। বাইকটি ৫৫ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ প্রদান করতে সক্ষম। কলকাতার এক্স-শোরুমে বেস মডেলটি ৮৩,২৫১ টাকা এবং সেরা মডেলটি ৮৭,২৫১ টাকা থেকে পাওয়া যায়।

About Author

Leave a Comment