MG Comet EV: ব্রিটিশ অটোমোবাইল কোম্পানি জেএসডব্লিউ এমজি ভারতে তাদের বিভিন্ন আইসিই এবং বৈদ্যুতিক প্রযুক্তির গাড়ি বিক্রি করছে। জানা গিয়েছে এই কোম্পানি খুব শীঘ্রই দেশে তাদের জনপ্রিয় এমজি কমেট ইভি (MG Comet EV) লঞ্চ করতে পারে। তবে এবার এই মডেলের একটি ব্ল্যাকস্টর্ম সংস্করণ লঞ্চ হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। যদিও এই সংক্রান্ত কোনো তথ্য কোম্পানি তরফ থেকে এখনো প্রকাশ করা হয়নি। আশা করা হচ্ছে, এই নতুন সংস্করণের গাড়িটি এমজি হেক্টর, অ্যাস্টর এবং গ্লোস্টারের ন্যায় নির্মিত হবে।
Read More: Budget 2025: কমবে বৈদ্যুতিক গাড়ির মূল্য, ঘোষণা নির্মলা সীতারামনের
কোম্পানির এই ব্ল্যাকস্টর্ম সংস্করণের অন্যান্য মডেলগুলিতে বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে পরিবর্তনগুলি দেখা গিয়েছে আশা করা হচ্ছে এই মডেলেও একই পরিবর্তন লক্ষ্য করা যাবে। অর্থাৎ গাড়িটির বহির্ভাগ সম্পূর্ণ কালো রঙের হবে। সেই সাথে অন্যান্য বাহ্যিক উপাদান যেমন গ্রিল, চাকা এবং আউটসাইড রিয়ার ভিউ মিরর এগুলিও কালো বর্ণের হবে। যদিও এই মডেলটি ইতিমধ্যেই একটি স্ট্যারি ব্ল্যাক রঙের বিকল্পের সাথে উপলব্ধ। তবে এই ব্ল্যাকস্টর্ম সংস্করণটির চাকা, বাম্পার এবং টেলগেটে লাল হাইলাইটারের মাধ্যমে ভিন্নরূপে সাজিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে।
MG Comet EV
মডেলটির অভ্যন্তর অন্যান্য ব্ল্যাকস্টর্ম সংস্করণের মতনই হওয়ার আশা রাখছেন অনেকে। অর্থাৎ ভিতরে সম্পূর্ণ কালো ড্যাশবোর্ড এবং লাল হাইলাইট ও সেলাই যুক্ত আসন থাকবে। তবে মনে করা হচ্ছে প্রদত্ত বৈশিষ্ট্যগুলিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। নিয়মিত সংস্করণের মতোই ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, ১০.২৫ ইঞ্চির ড্রাইভার ডিসপ্লে এবং ম্যানুয়াল এসি থাকবে। সেই সাথে ইকো, নরমাল এবং স্পোর্টস রাইডিং মোড প্রযুক্তি থাকবে। সুরক্ষার জন্য ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, একটি টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, হিল হোল্ড কন্ট্রোল, ইলেকট্রনিক্স ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক পার্কিং ব্রেক এবং রিয়ার পার্কিং সেন্সর প্রদান করা হবে।
পাওয়ারট্রেনের কোনো পরিবর্তন করা হবে না বলেই জানা গিয়েছে। অর্থাৎ কোম্পানি এই সংস্করণে ১৭.৩ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি প্রদান করবে যার মাধ্যমে সর্বোচ্চ ৪২ পিএস শক্তি এবং ১১০ নিউটন মিটার টর্ক উৎপাদিত হবে। কোম্পানির দাবিকৃত পরিসর ২৩০ কিলোমিটার প্রতি ঘন্টা। নিয়মিত সংস্করণে তুলনায় এই ব্ল্যাকস্টর্ম মডেলের মূল্য সামান্য বেশি হবে। আশা করা হচ্ছে এই মূল্য ৭ লক্ষ টাকা থেকে ৯.৬৫ লক্ষ টাকার মধ্যে অবস্থিত হবে।