Best Milage Bikes in 2025: প্রতি লিটারে দুর্দান্ত মাইলেজ প্রদান করে এই বাইকগুলি

Best Milage Bikes in 2025: যেকোনো বাইক ক্রেতাদের সর্বপ্রথম চাহিদা হয় মাইলেজ। কোন বাইক কতটা মাইলেজ দিচ্ছে তার ওপর নির্ভর করে গ্রাহকরা বেছে নেন তাদের পছন্দের মোটরসাইকেল। গত বছর ৫ই জুলাই বাজাজ ভারতে লঞ্চ করেছিল বিশ্বের সর্বপ্রথম সিএনজি চালিত মোটরসাইকেল ফ্রিডম ১২৫ (Bajaj Freedom 125)। এটি সবচেয়ে বেশি মাইলেজ প্রদানকারী মোটরসাইকেল হিসেবে নির্বাচিত হয়েছে। তাই বহু ক্রেতারা এই বাইকটিকে তাদের পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। আজ এই প্রতিবেদনে বাজাজ ফ্রিডম ১২৫-এর পাশাপাশি আরও চারটি দুর্দান্ত মাইলেজ প্রদানকারী বাইক সম্পর্কে জানানো হবে।

বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি:

১২৫ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন যুক্ত এই বাইক পেট্রোল এবং সিএনজি দুই ভাবে পরিচালিত হয়। সর্বোচ্চ ৯.৫ পিএস শক্তি এবং ৯.৭ এমএম টর্ক উৎপন্ন করতে সক্ষম এই ইঞ্জিন। সবচেয়ে বেশি জ্বালানি সাশ্রয়ী বাইক হিসেবে বিবেচিত হয়েছে এটি। মোটরসাইকেলটিতে ২ লিটার পেট্রোল ট্যাঙ্ক এবং ১ কেজি সিএনজি সিলিন্ডার বর্তমান। বাইকটি তিনটি সংস্করণে উপলব্ধ এবং এক্স-শোরুমে এর মূল্য ৯৫,০০০ টাকা থেকে ১.১০ লক্ষ টাকা পর্যন্ত। প্রতি কেজি সিএনজিতে ১০২ কিলোমিটার এবং প্রতি লিটার পেট্রোলে ৬৫ কিলোমিটার মাইলেজ দেওয়ার দাবি করে কোম্পানি। অর্থাৎ উভয় মিলিতভাবে প্রায় ৩৩০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে।

বাজাজ প্ল্যাটিনা ১০০:

এটি বাজাজ কোম্পানির অতি জনপ্রিয় একটি মডেল। নির্মাতারা এই মোটরসাইকেলে ১০২ সিসির একটি ইঞ্জিন ব্যবহার করেছেন যার মাধ্যমে ৭.৭৯ ব্রেক হর্সপাওয়ার শক্তি এবং ৮.৩৪ নিউটন মিটার টর্ক উৎপন্ন করা হয়। ৭২ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ প্রদান করে এই মোটরসাইকেল। কলকাতায় বাইকটির এক্স-শোরুম মূল্য ৬৯,৬৩২ টাকা।

হিরো স্প্লেন্ডার প্লাস:

হিরো মোটোকর্প কোম্পানির দ্বারা ভারতে সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল হলো স্প্লেন্ডার প্লাস। ৯৭.২ সিসির ইঞ্জিন প্রদান করা হয়েছে এই বাইকে। ইঞ্জিনটি সর্বোচ্চ ৮.০২ পিএস শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপাদন করে। বাইকটি ৭০ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। কলকাতার এক্স-শোরুমে ৭৬,৯৩৬ টাকা থেকে ৭৯,৫৬৬ টাকা পর্যন্ত এই বাইকের মূল্য।

Read More: Budget 2025: কমবে বৈদ্যুতিক গাড়ির মূল্য, ঘোষণা নির্মলা সীতারামনের

টিভিএস স্পোর্ট:

টিভিএসের এই বাইকটির দুটি মডেল উপলব্ধ রয়েছে। তবে দুটি মডেলেই একই প্রকার ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। ১০৯.৭ সিসির ইঞ্জিনটি ৮.১৯ পিএস শক্তি এবং ৮.৭ এনএম টর্ক উৎপন্ন করে। প্রতি লিটার পেট্রোলে এই বাইক ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে বলে কোম্পানির দাবি। উপলব্ধ দুটি মডেলের একটির এক্স-শোরুম মূল্য কলকাতায় ৬৫,৭০২ টাকা এবং অপরটির মূল্য ৭২,৭৮৫ টাকা।

হোন্ডা লিভো ড্রাম:

হোন্ডা কোম্পানি এই মোটরসাইকেলে ১০৯.৫১ সিসি ইঞ্জিন প্রদান করেছে। ইঞ্জিনটি সর্বোচ্চ ৮.৭৯ পিএস শক্তি এবং ৯.৩০ এনএম টর্ক উৎপাদন করে। ৪ গতির গিয়ারবক্স-এর সাথে যুক্ত করা হয়েছে এই ইঞ্জিনটিকে। জানা গিয়েছে, বাইকটি ৬০ কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ প্রদান করে। কলকাতার এক্স-শোরুমে এই বাইকের মূল্য ৮১,০৫১ টাকা।

About Author

Leave a Comment