Mahindra Discount 2025: মাহিন্দ্রা গোটা ফেব্রুয়ারি মাসজুড়ে তাদের বিভিন্ন মডেলের উপর দিচ্ছে আকর্ষণীয় ছাড়

Mahindra Discount 2025: ভারতীয় অটোমেকার কোম্পানি মাহিন্দ্রা তাদের বিভিন্ন মডেলের ওপর বিপুল পরিমাণে ছাড় দিচ্ছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্করপিও ক্লাসিক, স্করপিও এন, বোলেরো, এক্সইউভি ৭০০, এক্সইউভি ৪০০, থার এবং মারাজ্জো মডেলগুলি। গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে এই অফার উপলব্ধ থাকবে। এই অফার মডেলগুলির মডেল বছর ২০২৪ এবং ২০২৫ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

Mahindra Discount 2025

মাহিন্দ্রা থার (Mahindra Thar):

থার ৪ হুইল ড্রাইভ পেট্রোল এবং ডিজেল সংস্করণের মডেলগুলিতে ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আবার ২ হুইল ড্রাইভ ডিজেল সংস্করণগুলিতে ছাড়ের পরিমান প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে ২ হুইল ড্রাইভ পেট্রোল সংস্করণগুলির ওপর সর্বোচ্চ ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তবে এই সকল সুবিধা কেবলমাত্র মডেল বছর ২০২৪-এর মডেলগুলিতে উপলব্ধ থাকবে।

মাহিন্দ্রা স্করপিও (Mahindra Scorpio):

চলতি মাসে, স্করপিও ক্লাসিকের সকল ভ্যারিয়েন্টের ওপর বিপুল পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে। মডেল বছর ২০২৪ এর ক্ষেত্রে এই ছাড় আরো বেশি করে উপলব্ধ হবে। বেস এস ট্রিম এবং সেরা মডেল এস১১ যথাক্রমে ১.২৫ লক্ষ টাকা এবং ৯০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। আবার ২০২৫ মডেল বছরের ক্ষেত্রে এস এবং এস১১ সংস্করণ গুলি যথাক্রমে ৯০,০০০ টাকা এবং ৪৪,০০০ টাকা পর্যন্ত বেশি সুবিধা পাওয়া যাবে।

আরো বেশি উন্নত মানের স্করপিও এন-এর মডেল বছর ২০২৪ এর সকল সংস্করণে ছাড় প্রদান করা হয়েছে। অন্যদিকে ২০২৫ এর স্টকের মাত্র দুটি মডেলে এই সুবিধা দিয়েছে কোম্পানি। মডেল বছর ২০২৪ স্টকের জেড২, জেড৮, জেড৮এস, জেড৮এল সংস্করণগুলিতে যথাক্রমে ৩৫,০০০ টাকা, ৮০,০০০ টাকা, ৪০,০০০ টাকা এবং ৮০,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাবেন গ্রাহকরা। অন্যদিকে স্করপিও এন-এর শুধুমাত্র জেড৪ এবং জেড৬ ট্রিমগুলিতে মডেল বছর ২০২৪ এবং ২০২৫ এর স্টকগুলিতে যথাক্রমে ৯০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।

মাহিন্দ্রা বোলেরো (Mahindra Bolero):

কোম্পানি মাহিন্দ্রা বোলেরোর তিনটি মডেলেই সুবিধা প্রদান করেছে। নিয়মিত বোলেরোর মডেল বছর ২০২৪ স্টক থেকে বি৪ এবং বি৬ ট্রিমে যথাক্রমে ৬৫,০০০ টাকা এবং ৮০,০০০ টাকা পর্যন্ত ছাড় প্রদান করা হয়েছে। টপ-এন্ড বি৬(ও) ট্রিমে সর্বোচ্চ ১.৩ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন গ্রাহকরা। আবার মডেল বছর ২০২৫ সালের নতুন বি৬ এবং বি৪ ভ্যারিয়েন্টের জন্য ৪০,০০০ টাকা এবং বি৬(ও)-তে ৯০,৭০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।

মডেল বছর ২০২৪ স্টকের বোলেরো নিওর রেঞ্জ-টপিং এন১০(ও) এবং এন১০ ভ্যারিয়েন্টগুলির জন্য ১.৪ লক্ষ টাকা, এন৮ ভ্যারিয়েন্টে ১ লক্ষ টাকা এবং এন্ট্রি-লেভেল এন৪ ট্রিমে ৮০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে মডেল বছর ২০২৫ স্টকের উভয় এন১০ সংস্করণে ৬০,০০০ টাকা, এন৮ সংস্করণে ৬৫,০০০ টাকা এবং এন৪ সংস্করণটি ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা রয়েছে।

Read More: Budget 2025 Automobile Update: বাজেট ২০২৫ ভারতে দুই চাকা এবং যাত্রীবাহী গাড়ির ব্যবসাকে বহুগুণ লাভের মুখ দেখাবে

৯-সিটের বোলেরো নিও প্লাস-এ মডেল বছর ২০২৪ মডেলগুলিতে ৬৫,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাবেন গ্রাহকরা, যেখানে নতুন মডেল বছর ২০২৫ স্টক নিলে ছাড়ের পরিমান ২৫,০০০ টাকা হয়ে যাবে।

মাহিন্দ্রা এক্সইউভি ৭০০:

সাধারণত মডেল বছর ২০২৪ স্টকে এই ছাড় পাওয়া যাবে। এএক্স৫ এস এবং এএক্স৫ সংস্করণগুলির ওপর আরোপিত ছাড় যথাক্রমে ২০,০০০ এবং ৫০,০০০ টাকা পর্যন্ত, যদিও ২০২৫ সালের মডেলগুলির জন্য অতিরিক্ত ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। এএক্স৩ সংস্করণে প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এমএক্স ট্রিমের বেস মডেলগুলিতে প্রাপ্ত ছাড় ৬০,০০০ টাকা পর্যন্ত। এএক্স ৭ সংস্করণের রেঞ্জ-টপিং মডেলগুলিতে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহিন্দ্রা এক্সইউভি ৪০০ (Mahindra XUV 400):

সম্পূর্ণ বৈদ্যুতিক মাহিন্দ্রা এক্সইউভি ৪০০-এর সর্বশ্রেষ্ঠ দুটি ইএল প্রো সংস্করণগুলিতে এই সুবিধা প্রদান করা হয়েছে মডেল বছর ২০২৪ এবং ২০২৫-এর জন্য। মডেল বছর ২০২৪-এর মডেলগুলিতে ৪ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তবে মডেল বছর ২০২৫-এর মডেলগুলিতে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয়েছে।

মাহিন্দ্রা মারাজ্জো (Mahindra Marazzo):

মারাজ্জো মডেলগুলিতে প্রাপ্ত ছাড় বেশ সহজ। মডেল বছর ২০২৪ এবং ২০২৫ স্টকের মারাজ্জোর সকল সংস্করণগুলিতে ফেব্রুয়ারি ২০২৫-এর স্টিকার মূল্যের ওপর ৭২,৫০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার সিন্ধান্ত নেওয়া হয়েছে।

About Author

Leave a Comment