Ampere Magnus Neo: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে নতুন ইলেকট্রিক স্কুটার Ampere Magnus Neo। বিভিন্ন অত্যাধুনিক ফিচার্সের সাথে মার্কেটে এই স্কুটারটি আনা হয়েছে। এর আগে অ্যাম্পিয়ার ম্যাগনাসের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছিল Magnus EX এবং Magnus LT। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ এই স্কুটারটি প্রদর্শন করা হবে বলে জানা গিয়েছে। স্কুটারটির কার্যক্ষমতা পরীক্ষা করার জন্য বেঙ্গালুরু থেকে দিল্লি পর্যন্ত মোট ২,০০০ কিলোমিটারের বেশি রাস্তা অতিক্রম করা হয়েছে।
Ampere Magnus Neo
ব্যাটারি প্যাক: অ্যাম্পিয়ার ম্যাগনাস স্কুটারটি ২.৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়রন ফসফেট (LFP) ব্যাটারি প্যাকের সাথে উপলব্ধ। ব্যাটারিটি ০-১০০ শতাংশ চার্জ হতে ৫ থেকে ৬ ঘন্টা সময় নেয়। একটি সম্পূর্ণ চার্জে ১০০ কিলোমিটারেরও বেশি পরিসীমা অতিক্রম করার ক্ষমতা রয়েছে এতে। স্কুটারটির মধ্যে একটি হাব-মাউন্টেড মোটর রয়েছে এবং এটির সর্বোচ্চ গতি ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। কোম্পানির দাবি, স্কুটারটি ৯৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। সেই সাথে ৫ বছরের ব্যাটারি ওয়ারেন্টিও রয়েছে স্কুটারটির সাথে।
স্কুটারটির বৈশিষ্ট্য: ম্যাগনাস নিও-র মধ্যে একটি এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে যেটি স্পিড, ওডোমিটার, রেঞ্জ, ব্যাটারি এবং অন্যান্য সাধারণ তথ্য প্রদর্শন করবে। গ্রাহকরা চাইলে অতিরিক্ত মূল্য দিয়ে স্কুটারটির মধ্যে স্মার্টফোন সংযোগ ব্যবস্থা করে নিতে পারেন। ইউএসবি চার্জিং পোর্ট এবং সামনের অ্যাপ্রোনে কিউবি হোল থাকবে। এছাড়াও থাকছে ড্রাম ফ্রন্ট ব্রেক, ড্রাম রিয়ার ব্রেক, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, তিনটি রাইডিং মোড এবং একটি রিভার্স মোড। এর মধ্যে গ্রাহকরা পাঁচটি রঙের বিকল্প পেয়ে যাবেন যথা – গ্লসি ব্ল্যাক, গ্লেসিয়াল হোয়াইট, মেটালিক রেড, ওশান ব্লু এবং গ্যালাক্টিক গ্রে।
স্কুটারের মূল্য: অ্যাম্পিয়ার ম্যাগনাস নিও-র ক্ষেত্রে সিঙ্গেল ভ্যারিয়েন্ট এবং ব্যাটারি প্যাকে পাওয়া যাবে। দিল্লি, কলকাতা, মুম্বাই, পুনে ইত্যাদি প্রায় সব রাজ্যেই এই স্কুটারের এক্স-শোরুম মূল্য ৭৯,৯৯৯ টাকা। তবে এই টু-হুইলারের অন রোড প্রাইস বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের হতে পারে।