Aprilia Tuono 457: অবশেষে বাইকপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে চলেছে Aprilia Tuono 457। যারা নেকেড বাইকের প্রতি আগ্রহ তাদের জন্য এটি একেবারে উপযুক্ত। কোম্পানির তরফ থেকে সংবাদমাধ্যমকে 17ই ও 18ই ফেব্রুয়ারি আমন্ত্রণ জানানো হয়েছে। বাইকটির সম্ভাব্য এক্স-শোরুম মূল্য 4 লাখ টাকা হতে পারে বলে জানা গিয়েছে।
Read More: MG M9 EV: জানুন স্পেসিফিকেশন, কেনার আগে দেখে নিন!
এই Aprilia Tuono 457 নির্মিত হয়েছে Aprilia RS 457-এর ন্যায় অর্থাৎ উভয়েরই বৈশিষ্ট্য এক। সেক্ষেত্রে Tuono 457-তে 457 সিসির একজোড়া সিলিন্ডারসহ লিকুইড-কুলড ইঞ্জিন থাকবে। ইঞ্জিনটি 6-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে এবং 9400 আরপিএম-এ 47.58 পিএস শক্তি ও 6700 আরপিএম-এ 43.5 এনএম টর্ক উৎপন্ন করবে।
Aprilia Tuono 457
ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ব্লুটুথ সংযোগসহ একটি রঙিন 5-ইঞ্চির থিন ফিল্ম ট্রানজিস্টর স্ক্রিন, রাইড মোড, ডুয়াল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, এলইডি আলো এইসকল বৈশিষ্ট্য গ্রাহকরা পেয়ে যাবেন এই বাইকে। এর সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক উপস্থিত। এতে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল টেকোমিটার, ডিজিটাল স্পিডোমিটার এবং ডিজিটাল ওডোমিটার, মোবাইল অ্যাপ্লিকেশন। আশা করা হচ্ছে বাই-ডিরেকশনাল কুইকশিফটার বিকল্পও এতে থাকবে।
এটি দুই ধরনের রঙের বিকল্পে পাওয়া যাবে পিরানহা রেড এবং পুমা গ্রে। এই বাইক সম্পর্কিত অন্যান্য তথ্য যথা সর্বোচ্চ গতিবেগ, মাইলেজ ইত্যাদি এখনও কোম্পানির তরফে জানানো হয়নি। Tuono 457-এর জন্য আনঅফিসিয়াল বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভারতীয় বাজারে এটি KTM 390 Duke, TVS Apache RTR 310, Yamaha MT-03 ইত্যাদি বাইকগুলিকে পাল্লা দেবে (Aprilia Tuono 457)।