Carrera S: ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ পোর্শে নিয়ে এল তাদের নতুন পোর্শে ৯১১ ক্যারেরা এস
পোর্শে নিয়ে এলো তাদের ৯১১ লাইন-আপে নতুন সংস্করণ ক্যারেরা এস (Carrera S)। এটি বেস মডেল ক্যারেরা-র উন্নত সংস্করণ। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ এই গাড়ি প্রদর্শিত করেছে কোম্পানি। বলা বাহুল্য, পোর্শে একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রিমিয়াম গাড়ি। এই নতুন মডেলে ৯টি রঙের বিকল্প থাকবে।