Auto Expo 2025: অটো এক্সপো ২০২৫-এ প্রদর্শিত এই এসইউভিগুলি শীঘ্রই লঞ্চ হতে চলেছে ভারতীয় বাজারে

Auto Expo 2025: কিছুদিন আগেই শেষ হয়েছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫। এই অনুষ্ঠানে বিশ্বের সকল অটোমোবাইল কোম্পানি বিভিন্ন ধরনের যানবাহন প্রদর্শন করেছে। পেট্রোল, ডিজেল থেকে শুরু করে বৈদ্যুতিক, সিএনজি প্রচুর সংস্করণ নিয়ে এসেছে সংস্থাগুলি। এই বছর বহু কোম্পানি এই গাড়ির মেলায় বিভিন্ন বিকল্পের এসইউভি প্রদর্শন করেছে। এগুলির মধ্যে কিছু খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে, আবার কিছু কেবল ধারণা হিসেবে দেখানো হয়েছে। এবার এদের বৈশিষ্ট্য ও মূল্য জেনে নেওয়া যাক।

টাটা সিয়েরা (Tata Sierra):

টাটা সিয়েরার এই নতুন মডেল চলতি বছরের শেষের দিকে ভারতে লঞ্চ হবে। এই গাড়ি পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি বৈদ্যুতিক সংস্করণেও পাওয়া যাবে। টাটার এই গাড়ি ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং ২ লিটার ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। জানা গিয়েছে, এর আইসিই সংস্করণটির মূল্য ১০.৫০ লক্ষ টাকা থেকে শুরু হবে এবং বৈদ্যুতিক সংস্করণের মূল্য শুরু হবে ২৫ লক্ষ টাকা থেকে।

টাটা হ্যারিয়ার ইভি (Tata Harrier EV):

টাটা মোটরসের এই মডেল খুব শীঘ্রই বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে। এটি কোম্পানির একটি ফ্ল্যাগশিপ সংস্করণ। এই গাড়িতে বহু আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং উচ্চ ক্ষমতার পাওয়ারট্রেন রয়েছে। গাড়িটিতে দ্বৈত মোটর প্রদান করা হয়েছে সেই সাথে রয়েছে অল-হুইল ড্রাইভট্রেন প্রযুক্তি। কোম্পানি ৫০০ কিমি থেকেও বেশি রেঞ্জ পাওয়ার দাবি জানিয়েছে। এর আনুমানিক প্রারম্ভিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

Read More: Marcedes and BMW: ২০২৪ সালে ভারতে রেকর্ড বিক্রি করেছে বিএমডব্লিউ, মার্সিডিজ, পোর্শে এবং জেএলআর

মারুতি সুজুকি ই ভিটারা (Maruti Suzuki e Vitara):

জাপানি কোম্পানি মারুতি সুজুকির প্রথম বৈদ্যুতিক গাড়ি হলো এটি। কোম্পানি এতে দুটি ব্যাটারি প্যাক দিয়েছে একটি ৪৯ কিলোওয়াট ঘণ্টা এবং অপরটি ৬১ কিলোওয়াট ঘণ্টা। এই ব্যাটারি প্যাকের মাধ্যমে একক চার্জে ৫০০ কিমি চেয়ে বেশি রেঞ্জ পাওয়া যাবে। গাড়িটিতে দ্বিতীয় লেভেলের এডিএএস প্রযুক্তি স্থাপন করা হয়েছে। সেইসাথে রয়েছে আরও বহু অত্যাধুনিক বৈশিষ্ট্য। সম্ভাব্য এক্স-শোরুম মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

স্কোডা কোডিয়াক (Skoda Kodiaq):

স্কোডা অটো এক্সপো ২০২৫-এ তাদের নতুন প্রজন্মের কোডিয়াক সংস্করণ প্রকাশ্যে এনেছে। বর্তমান প্রজন্মের কোডিয়াকের থেকেও এই নতুন সংস্করণ আকারে বৃহত্তর। সেই সাথে এই গাড়ির নকশাতেও বিপুল পরিবর্তন এনেছে কোম্পানি। গাড়িটি ২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত হবে। নতুন স্কোডা কোডিয়াকের প্রারম্ভিক মূল্য আনুমানিক ৪৫ লক্ষ টাকা হতে পারে বলে জানা গিয়েছে। কোম্পানি এই গাড়িতে বহু নতুন এবং আকর্ষণীয় বৈশিষ্ট্য স্থাপন করেছে।

ভিনফাস্ট ভিএফ৬ (Vinfast VF6):

ভিনফাস্ট গ্লোবাল এক্সপো ২০২৫-এ দুটি নতুন বৈদ্যুতিক সংস্করণ প্রকাশ করেছে যেগুলি হল ভিএফ৬ এবং ভিএফ৭। এই দুটি গাড়িই ২০২৫ সালে ভারতে লঞ্চ হতে চলেছে। ভিএফ৬-এ কোম্পানি ৫৯.৬ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি প্যাক প্রদান করেছে। গাড়িটির অভ্যন্তরে বেশ কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে। ভারতের এক্স-শোরুমে এই গাড়ির সম্ভাব্য মূল্য ৩৫ লক্ষ টাকা হতে পারে।

বিওয়াইডি সিলিয়ন ৬ (BYD Sealion 6):

গ্লোবাল এক্সপো-তে প্রদর্শিত এই সিলিয়ন ৬ একটি বৈদ্যুতিক এসইউভি সেগমেন্ট হিসেবে প্রকাশ্যে এসেছে। কোম্পানি এই গাড়ির অভ্যন্তরে বহু বিলাসবহুল প্রযুক্তি এবং আকর্ষণীয় নকশা প্রদান করেছে। সেই সাথে এর বাহ্যিক নকশাও বেশ চমকপ্রদ। গাড়িটির মধ্যে ১৮.৩ কিলোওয়াট ঘন্টার ডুয়াল ব্যাটারি প্যাক প্রদান করা হয়েছে। কোম্পানির দাবি ১০৯২ কিলোমিটার পর্যন্ত মিলিত রেঞ্জ প্রদান করবে গাড়িটি। তবে গাড়ির মূল্য সম্পর্কিত কোনো তথ্য এখনো সামনে আসেনি।

About Author

Leave a Comment