Budget 2025: ১লা ফেব্রুয়ারি লোক সভায় পেশ করা ২০২৫ বাজেট ঘোষণায় মধ্যবিত্তদের জন্য সুখবর নিয়ে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে কর মকুব করেছেন তিনি। প্রচুর পণ্য-সামগ্রী এবং নিত্যদিনের ব্যবহৃত জিনিসের ওপর শুল্ক ছাড় এবং কমানো হয়েছে। ক্যান্সার প্রতিরোধী ওষুধ, মোবাইল, জাহাজ তৈরির কাঁচামাল, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ইত্যাদি অনেক পণ্যের ওপর শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন। অনেকেই আশা করছেন, ব্যাটারির খরচা কমলে বৈদ্যুতিক গাড়ির মূল্যও অনেক সস্তা হবে। সেক্ষেত্রে মধ্যবিত্তরা খুব সহজেই নিজেদের সামর্থ্যের মধ্যে ইভি কিনতে পারবেন।
লোক সভায় লিথিয়াম-আয়ন ব্যাটারি, তামা, কোবাল্ট ইত্যাদি খনিজ পদার্থের ওপর শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব পেশ করা হয়েছে। এছাড়াও ইভির ব্যাটারি উৎপাদনকারী আরও ৩৫টি উপাদানের ওপর মৌলিক শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তাই কাঁচামালের মূল্য সহজলভ্য হলে অনেক কম খরচে ব্যাটারি তৈরি করা যাবে।
Budget 2025
ভারতে ইভি ব্যাটারির উৎপাদনকে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই সকল বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি জাপান, চীন, দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা হয়। ফলে এই সকল উপাদানের ওপর কাস্টম ডিউটি থাকে প্রচুর, প্রায় ২.৫ শতাংশ থেকে ১০ শতাংশ। বলাবাহুল্য, পূর্বে এই লিথিয়াম আয়ন, কোবাল্ট পাউডার ইত্যাদির ওপর ৫ শতাংশ শুক্ল নেওয়া হতো। ফলে ব্যাটারি খরচা বহুগুণ বেড়ে যেত। তাই এই খরচা কমাতে ভারতেই ব্যাটারি নির্মাণের সহায়ক পরিবেশ গঠন করা হচ্ছে (Budget 2025)।
Read More: Gensol EV: পেট্রোল চালিত গাড়ি থেকে প্রায় ৮০ শতাংশ কম খরচে চলবে এই বৈদ্যুতিক গাড়ি
উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ির প্রসার ঘটাতে সরকার বহু পদক্ষেপ নিয়েছে। পরিবেশ দূষণ রোধ করতে জ্বালানি চালিত গাড়ির ব্যবহার কমিয়ে গ্রাহকদের বৈদ্যুতিক গাড়ির প্রতি মনোযোগ বিস্তার করতে চাইছে সরকার। এই সকল গাড়ির জন্য ব্যবহারকারীদের সরকার সড়ক কর অব্যাহতি, নিবন্ধন খরচ কমানো, সুদের অনুদান, ক্রয় প্রণোদনা ইত্যাদি সুবিধা দিয়ে থাকে। বর্তমানে এই ব্যাটারি তৈরির কাঁচামালে শুক্ল কমানোর সিদ্ধান্ত বৈদ্যুতিক গাড়িকে ভারতে আরও প্রসারিত করবে।