Maruti Suzuki: “মেড ইন ইন্ডিয়া” জিমনি এবার রপ্তানি করা হবে জাপানে
Maruti Suzuki: জাপানি অটোমোবাইল কোম্পানি মারুতি সুজুকি ভারতে তাদের পাঁচ দরজার জিমনি (Jimny 5-Door) উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এই পদক্ষেপ ইতিমধ্যেই মারুতি কোম্পানিকে অনেকটা লাভের মুখ দেখিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার পর এবার জাপানে আনুষ্ঠানিকভাবে ৩০শে জানুয়ারি প্রকাশ করা হলো এই পাঁচ দরজার জিমনি। এই মডেলটি ভারতের গুরুগ্রাম অঞ্চলে তৈরি করা হয়েছে। অর্থবর্ষ ২০২৪-২৫-এ মারুতি সুজুকি কর্পোরেশনের নিজস্ব বাজারে সরবরাহ করা এটি দ্বিতীয় এসইউভি হিসেবে বিবেচিত হয়েছে। প্রথম স্থানে রয়েছে মারুতি সুজুকি ফ্রনক্স (Maruti Suzuki Fronx)।