EV Sales of January 2025: জানুয়ারি মাসে বৈদ্যুতিক গাড়ির বিক্রয় ২০২৫ অর্থবছরে দ্বিতীয় সেরা মাস হিসেবে বিবেচিত হয়েছে

EV Sales of January 2025: চলতি বছরে আয়োজিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোর কারণে জানুয়ারি মাসটি অটোমোবাইল শিল্পের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। এই অনুষ্ঠানে বহু কোম্পানি একাধিক বৈদ্যুতিক গাড়ির আত্মপ্রকাশ করেছে। এই সকল ইভির মধ্যে উল্লেখযোগ্য ছিল মারুতি সুজুকি ই ভিটারা, হুন্ডাই ক্রেটা, টাটা পাঞ্চ ইভি, টাটা নেক্সন ইভি, এমজি কমেট ইভি ইত্যাদি। গত মাসে বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়ির তালিকায় টাটা, এমজি এবং মাহিন্দ্রা প্রথম তিনটি স্থান অর্জন করেছিল। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসের পর অর্থবছর ২০২৫ এ জানুয়ারি মাসটি বৈদ্যুতিক গাড়ি র বিক্রয়ের ক্ষেত্রে দ্বিতীয় সেরা মাস হিসেবে নির্বাচিত হয়েছে। চলতি অর্থবছরে ইভির বিক্রি ইতিমধ্যেই ২০২৪ অর্থবছরের ৯৩% হয়ে গিয়েছে।

টাটা মোটরস (EV Sales of January 2025):

জানুয়ারি মাসে টাটা মোটরস মোট ৫,০৩৭টি ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। যার ফলে জানুয়ারি মাসে টাটার মাসিক বাজার অংশীদারিত্ব ৪৫% ছিল যা ২০২৪ সালের জানুয়ারির তুলনায় ২৩% কম। উল্লেখ্য, চলতি অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত এই কোম্পানি মোট ৪৮,৫৬৫টি ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। এই পরিমাণ বার্ষিক পূর্বাভাসে ৭ শতাংশ কম। ২০২৪ সালে টাটা মোটরস ৬১,৪৩৫টি ইউনিট ইভি বিক্রি করে বার্ষিক পূর্বাভাসের ২ শতাংশ বৃদ্ধি করেছিল। বর্তমানে টাটা মোটরসের বৈদ্যুতিক লাইন-আপে রয়েছে নেক্সন ইভি, টিগর ইভি, টিয়াগো ইভি, পাঞ্চ ইভি এবং কার্ভ ইভি। ২০২৫ সালের প্রথমার্ধে আসন্ন হ্যারিয়ার ইভি এবং দ্বিতীয়ার্ধে সিয়েরা ইভির আসার সম্ভবনা রয়েছে।

জেএসডব্লিউ এমজি:

২০২৫ সালের জানুয়ারি মাসে এই কোম্পানি ৪,২২৫টি ইউনিট ইভি বিক্রি করে গতবছরের তুলনায় ২৫১% বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে এই কোম্পানি ১,২০৩টি ইউনিট বিক্রি করেছিল। জানুয়ারি মাসে এমজি ৩৭ শতাংশ শেয়ার বৃদ্ধি করেছে। ২০২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে ২২,৪১৮টি ইউনিট বিক্রি করে বার্ষিক পূর্বাভাসের ১৩৮% বৃদ্ধি করেছে এবং ২৬ শতাংশ বাজার অংশীদারিত্ব পেয়েছে। বলাবাহুল্য, ২০২৪ সালে কোম্পানিটি মোট ২১,৪৬৪টি ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছিল। এই কোম্পানির বিক্রি হওয়া সেরা বৈদ্যুতিক গাড়িগুলি হলো যথাক্রমে জেডএস ইভি, কমেট ইভি এবং এমজি উইন্ডসর ইভি।

মাহিন্দ্রা:

এই তালিকায় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অটোমেকার কোম্পানি তৃতীয় স্থান দখল করেছে। জানুয়ারি মাসে এই কোম্পানির বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৬৮৬ ইউনিট। এই পরিসংখ্যান বার্ষিক পূর্বাভাসের ১৩ শতাংশ কম। জানুয়ারি ২০২৪-এ এই কোম্পানি ৭৮৪টি ইউনিট বিক্রি করেছিল। তবে ২০২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে মোট ৫৬৯৮টি ইউনিট বিক্রি করে বার্ষিক পূর্বাভাসে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারতের ই-পিভি বাজারে কোম্পানি ৭% শেয়ার পেয়েছে। বর্তমানে ভারতে মাহিন্দ্রা কোম্পানির ইভি পোর্টফলিওতে রয়েছে এক্সইউভি ৪০০, বিই ৬ এবং এক্সইভি ৯ই।

Read More: Kia Seltos: আবারও প্রকাশ্যে এলো নতুন প্রজন্মের কিয়া সেলটোসের ঝলক

হুন্ডাই:

২০২৫ সালের জানুয়ারিতে বৈদ্যুতিক গাড়ির বিক্রির তালিকায় হুন্ডাই চতুর্থ স্থান অর্জন করেছে। বর্তমান অর্থবছরে ডিসেম্বর মাস অব্দি কোম্পানিটিকে তাদের একমাত্র আইওনিক ৫ বৈদ্যুতিক গাড়ির জন্য বেশ কঠোর প্রতিদ্বন্দিতা করতে হয়েছে। তবে জানুয়ারি মাসে অটো এক্সপো-তে প্রকাশিত ক্রেটা ইভি তাদের এই বিক্রয়ের হারকে বিপুলভাবে বৃদ্ধি করেছে। কোম্পানিটি জানুয়ারি মাসে ৩২১টি ইউনিট বিক্রি করে ২০২৪ অর্থবছরে সেরা মাসিক বিক্রয় হিসেবে বিবেচিত হয়েছে। এই পরিসংখ্যান কোম্পানিকে ভারতীয় বাজারে ৩% শেয়ার পেতে সাহায্য করেছে। প্রথম ১০ মাসে কোম্পানির দ্বারা বিক্রিত বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৭৮৩ ইউনিট যা বার্ষিক পূর্বাভাসের ৫০ শতাংশ কম।

বিওয়াইডি:

২০২৫-এর জানুয়ারি মাসে এই কোম্পানি মোট ৩১২টি ইউনিট বিক্রি করে বার্ষিক পূর্বাভাসের ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর জানুয়ারি মাসে এই পরিসংখ্যান ছিল ১৬৩ ইউনিট। এই বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে ছিল অটো ৩ এসইউভি, সিল সেডান এবং ইম্যাক্স ৭ এমপিভি। প্রথম ১০ মাসে বৈদ্যুতিক গাড়ির বিক্রয় সংখ্যা ২,৭০৩ ইউনিট।

সিট্রোয়েন:

এই কোম্পানিটি ভারতে জানুয়ারি ২০২৫-এ মোট ২৬৯টি বৈদ্যুতিক গাড়ির খুচরা বিক্রয় করেছে। গত বছর এই সময় মাত্র ৩১টি ইউনিট বিক্রি করেছিল। আগের বছরের তুলনায় ৭৬৮% বেশি গাড়ি বিক্রি করেছে কোম্পানিটি। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ১,৮৫১টি ইউনিট বিক্রির মাধ্যমে বার্ষিক ৫ শতাংশ বিক্রয় বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে কোম্পানির বাজার অংশীদারিত্ব ২ শতাংশেরও বেশি।

কিয়া:

কিয়া ইন্ডিয়া ২০২৪ এবং ২০২৫ সালের জানুয়ারি মাসে যথাক্রমে ৩৮টি ইউনিট এবং ৪৭টি ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। গত বছরের তুলনায় এই বছর ইভি গাড়ির বিক্রি ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থবছর ২০২৪-এর প্রথম ১০ মাসে কিয়া ইন্ডিয়ার বৈদ্যুতিক গাড়ি বিক্রির সংখ্যা ৩৬৩ ইউনিট।

বিলাসবহুল গাড়ি:

ভারতে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে সাতটি বিলাসবহুল অটোমেকার কোম্পানির দ্বারা বিক্রিত খুচরো বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ২,৪৩৪ ইউনিট। এর মধ্যে পাঁচটি কোম্পানির বিক্রির হার হ্রাস পেয়েছে। বিএমডব্লিউ কোম্পানির বিক্রয় হার অর্থবছর ২০২৩ এবং ২০২৪ সালের প্রথম ১০ মাসে যথাক্রমে ১,২২২টি ইউনিট এবং ১,০৪৬টি ইউনিট বিক্রি করে বার্ষিক ১৪% হ্রাস পেয়েছে। মার্সিডিস-বেঞ্জ ২০২৩ এবং ২০২৪ সালের প্রথম ১০ মাসে যথাক্রমে ৪৬৭টি ইউনিট এবং ৮৮৩টি ইউনিট বিক্রি করে তাদের বার্ষিক বিক্রয়ের হার ৮৯% বৃদ্ধি করেছে। ভলভো ২০২৩-এর তুলনায় ২০২৪ অর্থবছরে ১৯০টি ইউনিট কম বিক্রি করে ৩৭% হ্রাস পেয়েছে। অডি বার্ষিক ১৪% কম বিক্রয় হারের সাথে ২০২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে ১১৫টি ইউনিট বিক্রি করেছে। পোর্শে কোম্পানি ২০২৩ এবং ২০২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে ৯৪টি এবং ৪৯টি ইউনিট বিক্রির সাথে ৪৮% হ্রাস পেয়েছে। জেএলআর চলতি অর্থবছরে ২টি ইউনিট কম বিক্রি করে ৩৩% হ্রাস পেয়েছে। এই তালিকায় রোলস-রয়েস ১৮০০% বিক্রয় হার বৃদ্ধি করেছে। এই কোম্পানির অর্থবছর ২০২৩ এবং ২০২৪ সালের প্রথম ১০ মাসে বিক্রি হওয়া গাড়ির সংখ্যা যথাক্রমে ১টি এবং ১৯টি ইউনিট।

About Author

Leave a Comment