EV Tips: বাড়িতে কতক্ষণ চার্জ দেবেন? আদৌ বাড়িতে চার্জ দেওয়া ভালো? জানুন!

EV Tips: বর্তমানে পেট্রোল ডিজেলের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে মানুষ বৈদ্যুতিক গাড়িকে বেশি পছন্দ করছেন। গোটা দেশজুড়ে ইলেকট্রিক স্কুটার, বাইক, গাড়ি কেনার হার বহুগুণ বেড়েছে। পাশাপাশি ভারত সরকারও এই সকল ইভি কেনার জন্য নানা ধরনের ভর্তুকি প্রদান করে গ্রাহকদের। কিন্তু এই ধরনের গাড়িগুলির প্রধান সমস্যা হল এগুলির ব্যাটারি চার্জ করা।

EV Tips

সাধারণত, বৈদ্যুতিক গাড়িগুলি একটি সম্পূর্ণ চার্জে বহু দূর পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারে প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত। আবার বহু দামী এবং অত্যাধুনিক ফিচার্স সমৃদ্ধ গাড়িগুলি আরও বেশি পথ অতিক্রান্ত করতে পারে এক চার্জে। তবে এই চার্জিংয়ের জন্য চালকদের যেতে হয় গাড়ির চার্জিং স্টেশনে। কারণ এই ধরনের গাড়ির চার্জিং বোর্ড এবং সকেট সাধারণত আলাদা প্রকৃতির হয়ে থাকে। বাড়ির নিয়মিত চার্জিং পয়েন্ট থেকে এই গাড়ি চার্জ করা সম্ভব নয়। ইভিগুলির চার্জিং মেশিন হতে হয় খুব পাওয়ারফুল তাই সাধারণ সকেট থেকে চার্জ করলে চার্জ হওয়া সম্ভব নয় এমনকি সেটি খারাপও হয়ে যেতে পারে।

Read More: RONFLANT BRISK E SCOOTER: যাতায়াতের জন্য এক চমকপ্রদ ইলেকট্রিক স্কুটার।

যেকোনো ধরনের বৈদ্যুতিক গাড়ি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১২ ঘণ্টা সময় নেয়। যাতে খুবই সময় ব্যতীত হয়। তাই অনেক চালকদেরই প্রশ্ন এই চার্জিং ব্যবস্থা নিজেদের বাড়িতে করা যায় কি না? হ্যাঁ, এই চার্জিং পদ্ধতি যে-কেউ নিজেদের বাড়িতে বিদ্যুৎ সংযোগের দ্বারা তৈরি করতে পারেন। কিন্তু এক্ষেত্রে কেবল ব্যক্তিগত গাড়ি, স্কুটার, বাইকেই ভারী সকেটের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। কমার্শিয়াল গাড়ি বাড়িতে চার্জ করলে সেটি অপরাধ এমনকি আপনাদের দিতে হতে পারে জরিমানাও।

নিজের বাড়িতে চার্জ দেওয়ার ক্ষেত্রে খরচও হয় কম। কোনো চার্জিং স্টেশন থেকে গাড়ি চার্জ করার ক্ষেত্রে ইউনিট প্রতি চালকদের গড়ে ২ টাকা থেকে ৯ টাকা পর্যন্ত খরচ হতে পারে। অন্যদিকে বাড়িতে বিদ্যুৎ সংযোগ দ্বারা চার্জ করার ক্ষেত্রে প্রতি ইউনিটে নির্দিষ্ট হারে খরচ হয়। যদিও এই অর্থের পরিমাণ রাজ্য ভিত্তিতে আলাদা হয়ে থাকে। উত্তরপ্রদেশে ৬.৫ টাকা খরচ হয় প্রতি ইউনিটে। আবার একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারে পশ্চিমবঙ্গে খরচ হয় ৫.৫ টাকা।

About Author

Leave a Comment