Honda Scooter Update 2025: ভারতীয় বাজারে জাপানি অটোমোবাইল কোম্পানি হন্ডা একটি অতি পরিচিত নাম। প্রতি বছরই এই কোম্পানির অসংখ্য স্কুটার এবং বাইক বাজারে বিক্রি হয়। প্রত্যেক বছর এই সংস্থা বিভিন্ন ধরনের নতুন টু-হুইলার এবং পুরনো টু-হুইলারের নতুন সংস্করণ ভারতে প্রদর্শিত করে। একইভাবে এই বছরও ভারত মোবিলিটি 2025-এর দ্বারা আয়োজিত অটো এক্সপো 2025-এ এই কোম্পানি দুটি স্কুটার প্রকাশ করতে চলেছে। এই দুটি নতুন স্কুটার হল Honda Activa e এবং Honda QC1।
Honda Scooter Update 2025
Honda Activa e: এটি মূলত Honda Activa-র বৈদ্যুতিক সংস্করণ। গত বছর নভেম্বর মাসে কোম্পানি এই ই-স্কুটারের সম্বন্ধে আনুষ্ঠানিকভাবে প্রচার করেছিল। চলতি মাসেই এই স্কুটারের আগাম বুকিং শুরু হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, এই প্রদর্শনী সভাতেই স্কুটারটির দাম ঘোষণা করা হবে।
Read More: Tata Car Update 2025: মারুতিকে টেক্কা, মাত্র 5 লাখেই চার চাকা! নতুন গাড়ি লঞ্চ টাটা মোটরসের
Honda QC1: এটি হন্ডা কোম্পানি তরফ থেকে প্রকাশিত প্রথম ইলেকট্রিক স্কুটার। এটি একটি ফিক্সট ব্যাটারি প্যাকের সাথে বাজারে আসতে চলেছে। এই টু-হুইলারের জন্য বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অটো এক্সপো 2025-এ কোম্পানি এই স্কুটারের দাম ঘোষণা করতে পারে। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে এই স্কুটারের বিতরণ শুরু হবে।
আপাতত হন্ডা কোম্পানির তরফ থেকে অন্য কোনো নতুন টু-হুইলারের লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই। তবে এই দুই স্কুটারের পাশাপাশি বেশ কিছু নতুন গাড়ি কোম্পানি লঞ্চ করতে পারে। সম্ভবত বেশ কিছু ফ্লেক্স ফুয়েল চালিত গাড়ি এই প্রদর্শনী মঞ্চে লঞ্চ হতে পারে। ভারত মোবিলিটি 2025, 17 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। অটো এক্সপো 2025-এ বিভিন্ন বিখ্যাত অটোমোবাইল কোম্পানি তাদের নতুন গাড়ি, বাইক এবং স্কুটারের প্রদর্শনী করবে (Honda Scooter Update 2025)।