হুন্ডাই মোটর কোম্পানির বহু প্রচলিত মডেলের মধ্যে অন্যতম হলো ক্রেটা (Hyundai Creta)। ২০১৫ সালে ভারতে লঞ্চ হওয়ার পর থেকেই এই মডেল এসইউভি সেগমেন্টে নিজের আধিপত্য বজায় রেখে চলেছে। এই সাফল্যের পর কোম্পানি গত বছর জানুয়ারি মাসে ক্রেটার দ্বিতীয় প্রজন্মের ফেসলিফ্ট সংস্করণ ভারতে প্রকাশ করে। কিন্তু এইবার সূত্র অনুযায়ী, এই দক্ষিণ কোরিয়ান কোম্পানি বর্তমানে তৃতীয় প্রজন্মের হুন্ডাই ক্রেটার জন্য কাজ শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে, ২০২৭ সালে ভারতের বাজারে ক্রেটার এই নতুন মডেল প্রকাশিত হবে।
Hyundai Creta
কোম্পানি তরফ থেকে তৃতীয় প্রজন্মের হুন্ডাই ক্রেটার কোডনেম এসএক্স৩ (SX3) রাখা হয়েছে। এই মডেলটি কোম্পানির তামিলনাড়ুর উৎপাদন কারখানায় নির্মাণ করা হবে। নতুন মডেলটির মধ্যে বর্তমান ইঞ্জিন বিকল্পগুলি অর্থাৎ ১.৫ লিটার পেট্রোল, ১.৫ লিটার টার্বো-পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন অব্যাহত থাকবে। তবে আশা করা হচ্ছে কোম্পানি পরবর্তী প্রজন্মের ক্রেটার মধ্যে একটি শক্তিশালী হাইব্রিড পাওয়ারট্রেন প্রদান করবে। সেক্ষেত্রে এই মডেলটি ভারতে হুন্ডাই কর্তৃক প্রথম হাইব্রিড মডেল হবে।
নতুন প্রজন্মের হুন্ডাই ক্রেটাতে বিভিন্ন নতুন বৈশিষ্ট্য প্রদান করা হবে। এই বৈশিষ্ট্যগুলি যাত্রীদের আরামের পাশাপাশি সুরক্ষাকেও আরও বেশি করে নিশ্চিত করবে। সেইসাথে এর নকশাতেও পরিবর্তন আনা হবে।
সম্প্রতি, ক্রেটা মডেলের একটি সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণও মুক্তি পেয়েছে। জানা গিয়েছে, ২০২৭ সালে এই মডেলের মিড-সাইকেল রিফ্রেশ আনা হবে। আপাতত চলতি ক্রেটা আইসিই মডেলটির এক্স-শোরুম মূল্য ১১.১১ লক্ষ টাকা থেকে শুরু এবং শীর্ষ মডেলটির দাম ২০.৪২ লক্ষ টাকা। এখনও পর্যন্ত মডেলটির সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে আসন্ন মডেলটি শক্তিশালী ইঞ্জিন, উন্নত প্রযুক্তি, পরিবর্তিত নকশা পাবে বলে আশা করা হচ্ছে।