Maruti Suzuki: “মেড ইন ইন্ডিয়া” জিমনি এবার রপ্তানি করা হবে জাপানে

Maruti Suzuki: জাপানি অটোমোবাইল কোম্পানি মারুতি সুজুকি ভারতে তাদের পাঁচ দরজার জিমনি (Jimny 5-Door) উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এই পদক্ষেপ ইতিমধ্যেই মারুতি কোম্পানিকে অনেকটা লাভের মুখ দেখিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার পর এবার জাপানে আনুষ্ঠানিকভাবে ৩০শে জানুয়ারি প্রকাশ করা হলো এই পাঁচ দরজার জিমনি। এই মডেলটি ভারতের গুরুগ্রাম অঞ্চলে তৈরি করা হয়েছে। অর্থবর্ষ ২০২৪-২৫-এ মারুতি সুজুকি কর্পোরেশনের নিজস্ব বাজারে সরবরাহ করা এটি দ্বিতীয় এসইউভি হিসেবে বিবেচিত হয়েছে। প্রথম স্থানে রয়েছে মারুতি সুজুকি ফ্রনক্স (Maruti Suzuki Fronx)।

কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩রা এপ্রিল জাপানে এই মডেল জিমনি নোমেড নামে লঞ্চ করা হবে। মারুতি সুজুকি ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসাশি তাকেউচি জানিয়েছেন, “জাপানে মেড ইন ইন্ডিয়া জিমনি ৫-দরজা প্রবর্তন আমাদের উৎপাদন ক্ষমতার বৈশ্বিক স্তরের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। মেক্সিকো, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো বাজারে এর অসাধারণ সাফল্যের পর, আমরা নিশ্চিত যে এটি জাপানের গ্রাহকদের আনন্দিত করবে। জিমনির রপ্তানি ‘বিশ্বের জন্য মেক-ইন-ইন্ডিয়া’-এর প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।” তিনি আরও বলেছেন যে, চলতি অর্থবছরে জিমনি মারুতি সুজুকির বিশ্ব দরবারে দ্বিতীয় সর্বাধিক রপ্তানি করা গাড়ি (Maruti Suzuki)।

উল্লেখ্য, মারুতি জিমনি একটি ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়। এই ইঞ্জিন ১০৫ হর্সপাওয়ার শক্তি এবং ১৩৪ নিউটন মিটার টর্ক তৈরি করে৷ এই ইউনিটে ৫ গতির ম্যানুয়াল ট্রান্সমিশন কিংবা ৪ গতির স্বয়ংক্রিয় ট্রান্সমিশন এবং একটি ৪-হুইল ড্রাইভট্রেন সাধারণ বৈশিষ্ট্য হিসেবে পাওয়া যায়। জাপানে এই গাড়ি দুটি নতুন বাহ্যিক রঙের বিকল্প, উত্তপ্ত আসন এবং উন্নত মানের অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেমস বৈশিষ্ট্য সহ লঞ্চ হয়েছে।

বলাবাহুল্য, এই জিমনি মডেল গত ৫০ বছরেরও বেশি সময় ধরে নিজের ঐতিহ্য বজায় রেখেছে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ১৯৯টি দেশে প্রায় ৩.৫ মিলিয়নেরও অধিক সংখ্যক ইউনিট বিক্রি হয়েছে এই জিমনির। ইতিমধ্যেই এই জিমনির তিন দরজার মডেল জাপানি বাজারে আধিপত্য বিস্তার করে রেখেছে। নির্মাতাদের আশা, নতুন পাঁচ দরজার জিমনি এই মডেলের জনপ্রিয়তাকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।

About Author

Leave a Comment