MG M9 EV: জানুন স্পেসিফিকেশন, কেনার আগে দেখে নিন!

MG M9 EV: ভারতীয় অটোমোবাইল মার্কেটে ইলেকট্রিক গাড়ি একটি বিশেষ অংশ দখল করেছে। ২০২৪ সালে অসংখ্য কোম্পানি তাদের বিদ্যুৎ চালিত গাড়ি বাজারে লঞ্চ করেছে। ২০২৫ সালেও এর অন্যথা হবে না। জানা গিয়েছে, জানুয়ারি মাসের মধ্যে বহু নতুন ইভি ভারতে লঞ্চ হতে চলেছে। এই সকল গাড়ি গ্রাহকদের চোখে রীতিমতো তাক লাগিয়ে দেবে। এই গাড়িগুলি অত্যাধুনিক বৈশিষ্ট্য এবং নিরাপত্তার দিক থেকে একে অন্যকে টেক্কা দেবে। উল্লেখ্য, জেএসডব্লিউ এমজি মোটর (JSW MG Motor) ভারতে তাদের নতুন গাড়ি এমজি এম৯ ইভি (MG M9 EV) আনতে চলেছে।

এই গাড়িটির অপর নাম এমজি মিফা৯ ইভি (MG Mifa9 EV) যা ১৫ই জানুয়ারি প্রকাশ করা হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে বাজারে গাড়িটি চলতি বছরের মে মাসের মধ্যে লঞ্চ হবে। গাড়িটির এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১ কোটি টাকা থেকে। গাড়িটি থাকবে অতি বিলাসবহুল বৈশিষ্ট্যে ঠাসা। এতে থাকবে তিন সারির আসন, স্লাইডিং স্বয়ংক্রিয় দরজা, চারটি স্ক্রিন ইত্যাদি। এর পাওয়ারট্রেনটি রিজেনারেটিভ ব্রেকিংসহ ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে। সেইসাথে থাকবে ভি২এল (V2L), ভি২সি (V2C)। পাওয়ারট্রেনটিতে দ্রুত চার্জিং ক্ষমতাও বর্তমান যা মাত্র ২০ মিনিটেই ০-৮০ শতাংশ চার্জ সম্পূর্ণ করে।

Read More: Tata Nexon 2025: ২০২৫ এ চোখ ধাঁধানো বৈশিষ্ট্য, দেখুন টাটা নেক্সনের নতুন আপডেট

এই গাড়িটি ৯০ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের সাথে নির্মিত। এই ব্যাটারি প্যাকের সাথে মিলিত ইলেকট্রিক মোটরটি সর্বোচ্চ ২৪১ বিএইচপি শক্তি এবং ৩৫০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। ইভিটি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে চলতে পারবে। লেভেল ২ ADAS সহ গাড়িটির দ্বিতীয় সারিতে থাকব অটোমান ফাংশন। মডেলটিতে আরও থাকছে অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল, প্রথম ও দ্বিতীয় সারির জন্য স্ক্রিন, তৃতীয় সারির এসি ভেন্ট এবং প্যানোরমিক সানরুফ।

নিরাপত্তার জন্য এতে থাকবে ৮টি এয়ারব্যাগ, রিভার্স পার্কিং সেন্সর, সিটবেল্ট রিমাইন্ডার সিস্টেম, স্পিড এলার্ট সিস্টেম, ইএসপি, হিল হোল্ড কন্ট্রোল। মডেলটি বাজারে প্রকাশ করা হলে এর বিশদ বিবরণ আরও ভালোভাবে জানতে পারা যাবে।

About Author

Leave a Comment