Ola Electric: ইদানিং ওলা ইলেকট্রিক স্কুটার বহু মানুষের নজরে এসেছে। বর্তমান বাজারদরের সাথে পা মিলিয়ে চলতে প্রায়শই নিজেদের স্কুটারগুলিকে নতুন রূপে প্রকাশ করছে। চলতি বছরে ৩১ শে জানুয়ারি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড তাদের নতুন তৃতীয় প্রজন্মের ইলেকট্রিক স্কুটার প্রকাশ করেছে। নির্মাতারা তাদের পুরনো S1 মডেলের পুনরাবৃত্তির সাথে নতুন দুটি মডেল S2 এবং S3 লঞ্চ করেছে।
Ola Electric
এই নতুন প্রজন্মের স্কুটারগুলিতে ব্যাটারি, মোটর এবং অন্যান্য ইলেকট্রনিক্সকে একই ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গিয়েছে, পুরনো মডেলগুলির তুলনায় ২৬ শতাংশ ভালো কর্মক্ষমতা প্রদান করবে এই নতুন প্রজন্মের মডেলগুলি। সেই সাথে স্কুটারগুলির খরচও প্রায় ২২ শতাংশ কমানো হয়েছে। নির্মাতারা তৃতীয় প্রজন্মের ব্যাটারিগুলির মধ্যে তাপীয় দক্ষতা এবং শক রেজিস্ট্যান্স আরও উন্নত করেছে। এই নতুন স্কুটারগুলিতে কোম্পানি উন্নত মানের টর্ক উৎপন্নকারী মোটর প্রদান করেছে যার মধ্যে স্থায়ী চুম্বকের পরিবর্তে চৌম্বকীয় বৈদ্যুতিক কয়েল ব্যবহার করা হয়েছে। এই মোটরের সাহায্যে ১৫ কিলোওয়াট শক্তি এবং 70 নিউটন মিটার টর্ক পাওয়া যাবে (Ola Electric)।
ওলা S1 বিভিন্ন ভ্যারিয়েন্ট এবং ব্যাটারি বিকল্পের সাথে উপলব্ধ হবে। ওলা S1 ভ্যারিয়েন্টে প্রাপ্ত ২ কিলোওয়াট ঘন্টা, ৩ কিলোওয়াট ঘন্টা এবং ৪ কিলোওয়াট ঘন্টা বিকল্পগুলির মূল্য যথাক্রমে ৭৯,৯৯৯ টাকা, ৮৯,৯৯৯ টাকা এবং ৯৯,৯৯৯ টাকা। অপরদিকে S1 X+ এর মূল্য ১,০৭,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে যাতে কেবল ৪ কিলোওয়াট ঘন্টার ব্যাটারি বিকল্প আছে। ৩ কিলোওয়াট ঘন্টা এবং ৪ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি বিকল্প যুক্ত S1 Pro সংস্করণটির মূল্য যথাক্রমে ১,১৪,৯৯৯ টাকা এবং ১,৩৪,৯৯৯ টাকা। ওলা S1 এর সেরা মডেল অর্থাৎ Pro+ এর ৪ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি যুক্ত মডেলের দাম ১,৫৪,৯৯৯ টাকা এবং ৫.৩ কিলোওয়াট ঘণ্টা মডেলের দাম ১,৬৯,৯৯৯ টাকা। যদিও শীর্ষ মডেলটি যেকোনো একটি বিকল্পের সাথে উপলব্ধ হবে (Ola Electric)।
নতুন ওলা S2 মডেলটি কোম্পানি তিনটি ভ্যারিয়েন্টে প্রদান করতে পারে যেগুলি হলো সিটি, ট্যুরার এবং স্পোর্টস। অন্যদিকে S3 মডেলটি পাওয়া যাবে গ্র্যান্ড অ্যাডভেঞ্চার এবং গ্র্যান্ড ট্যুর এই দুটি ভ্যারিয়েন্টসহ। এই সকল মডেলগুলির জন্য ৩১শে জানুয়ারি থেকে অর্ডার নেওয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এই স্কুটারগুলির বিতরণ শুরু হয়ে যাবে। সূত্র অনুযায়ী, পূর্ববর্তী প্রজন্মের বৈদ্যুতিক স্কুটারগুলি স্বল্পদামে বিক্রি করা হবে। কোম্পানি তরফ থেকে ঘোষণা করা হয়েছে, নতুন ওলা রোডষ্টার এক্স (Roadster X) আগামী ৫ই ফেব্রুয়ারি ২০২৫-এ লঞ্চ করা হবে।