Maruti Suzuki: মারুতি সুজুকি তাদের বিভিন্ন মডেলের ওপর দিচ্ছে আকর্ষণীয় ছাড়
Maruti Suzuki: জাপানি অটোমেকার কোম্পানি মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের বিভিন্ন প্রচলিত মডেলের ওপর চলতি মাসে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। গ্র্যান্ড ভিটারা, ফ্রনক্স, ব্যালেনো, জিমনি ইত্যাদি গাড়িতে গ্রাহকরা নগদ ছাড়, এক্সচেঞ্জ অফার এবং স্ক্র্যাপেজ বোনাস সুবিধাগুলি পেয়ে যাবেন। তবে ২০২৪ এবং ২০২৫ সালের মডেলগুলিতে এই ছাড়ের পরিমান আলাদা হতে পারে। জেনে নেওয়া যাক কোন কোন গাড়িতে কোম্পানি কি সুবিধা প্রদান করছে।