Rebel 300: ভারতে হোন্ডা লঞ্চ করতে চলেছে রেবেল ৩০০ এবং নতুন ৫০০সিসি বাইক

Rebel 300: ভারতের অটোমোবাইল জগতে হোন্ডা (Honda) অতিপরিচিত একটি নাম। কোম্পানি বাজারে প্রথম স্থান অর্জন করতে একের পর এক নতুন মোটরসাইকেল চালু করে চলেছে। বেশি মাইলেজ, উন্নত ইঞ্জিন, দুর্দান্ত বৈশিষ্ট্য প্রদানের মাধ্যমে বাজারে নতুন আকর্ষণীয় মডেল প্রবর্তনের দ্বারা নিজেদের ব্যবসাকে আরও প্রসারিত করার পরিকল্পনা করছে। জানা গিয়েছে, এই কোম্পানি এবার ভারতে রেবেল ৩০০ (Rebel 300) এবং নতুন ৫০০সিসির বাইক চালু করার প্রস্তুতি নিচ্ছে। তবে এই দুটি মডেল লঞ্চ হতে এখনও বহু দেরি। সম্ভবত, ২০২৬ অথবা ২০২৭ সালে মডেলগুলি আনুষ্ঠানিকভাবে দেশে আসতে পারে।

হোন্ডা রেবেল ৩০০ ইতিমধ্যেই বিশ্বের অন্যান্য দেশে বেশ সাফল্য অর্জন করেছে। এই মডেলে ব্যবহৃত ইঞ্জিনটি সিবি৩০০আর মডেলে সংযুক্ত ইঞ্জিনের অনুরূপ। অর্থাৎ এতে ২৮৬ সিসি লিকুইড-কুলড সিঙ্গেল ইঞ্জিন প্রদান করা হয়েছে। সেইসাথে এই মডেল একটি ববার-স্টাইলের ক্রুজার নকশা পেয়েছে, পাশাপাশি মাত্র ৬৯০ মিলিমিটার আসন উচ্চতা রয়েছে। মোটরসাইকেলটির ওজনও ১৭০ কেজির কম, ফলে খুব সহজে একে পরিচালনা করা যায়।

Read More: Volkswagen: ভক্সওয়াগেন তাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ির টিজার প্রকাশ করেছে

হোন্ডা সিবি৩০০আর মডেলটি ইতিমধ্যেই দেশে অনেক নাম করেছে। ভারতে এর বর্তমান মূল্য ২.৪০ লক্ষ টাকা। আন্তর্জাতিক স্তরে এই মডেলের দাম রেবেল ৩০০-এর তুলনায় বেশি। তাই আশা করা হচ্ছে, ভারতে রেবেল ৩০০, ২.৪০ লক্ষ টাকার কমে উপলব্ধ হবে। সেক্ষেত্রে হোন্ডার এই নতুন আসন্ন মডেল রয়্যাল এনফিল্ড ৩৬০এস এবং সিবি ৩৫০ বাইকগুলিকে সহজেই প্রতিস্থাপিত করতে পারবে।

অপরদিকে, কোম্পানির নতুন ৫০০ সিসির বাইক সম্পর্কে খুব বেশি তথ্য না থাকলেও জানা গিয়েছে নির্মাতারা এই ইঞ্জিনের ওপর ভিত্তি করে দুটি ভিন্ন মডেল তৈরি করবে। মডেল দুটির বর্তমান কোডনেম এমএলএইচজে (MLHJ) এবং এমএলডব্লিউএ (MLWA)। কোম্পানি এই প্রকল্পের ওপর কাজ করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সম্পূর্ণ নতুন প্রকল্প হওয়ায় অনেকে আশা করছেন যে, এটি ৫০০ সিসির অন্যান্য মডেলে বিদ্যমান ৪৭১ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন থেকে আলাদা হবে। কোম্পানি ৫০০সিসি একক সিলিন্ডার যুক্ত ইঞ্জিন তৈরি করলে মডেলটি বাজারে একটি অনন্য স্থান দখল করবে।

About Author

Leave a Comment