Audi: অডি আবারও তাদের মডেল নামকরণ কৌশলে পরিবর্তন আনতে চলেছে

Audi

Audi: অডি আবারও তাদের মডেল নামকরণ কৌশলে পরিবর্তন আনতে চলেছে: জার্মান অটোমোবাইল কোম্পানি অডি (Audi) তাদের নতুন মডেলের নামকরণ কৌশল পরিবর্তন করতে চলেছে। বর্তমানে প্রচলিত কৌশল ২০২৩ সালে প্রবর্তিত হয়েছিল। এই নামকরণ কৌশল অডির দহন ইঞ্জিন লাইন-আপকে বৈদ্যুতিক ইঞ্জিনের থেকে পৃথক করে চিহ্নিত করে। তবে এই প্রক্রিয়া বহু গ্রাহকদের বিভ্রান্ত করায় কোম্পানি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। জানা গিয়েছে, অডি তাদের পূর্ববর্তী নামকরণ কৌশল পুনরায় চালু করবে।