From Kia Syros to MG Cyberster: ২০২৫ সালে প্রত্যাশিত যে সকল গাড়ি ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে

From Kia Syros to MG Cyberster

From Kia Syros to MG Cyberster: গত মাসে আয়োজিত ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে বহু নামিদামি গাড়ি প্রদর্শিত হয়েছে। এবার সেগুলোর মধ্যে বেশ কিছু মডেল আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে চলেছে ভারতে। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসেই লঞ্চ হতে পারে বেশ কয়েকটি উচ্চ প্রত্যাশিত যানবাহন। এই তালিকায় কিয়া সাইরোস , এমজি এম৯ ইভি, এমজি সাইবারস্টার ইত্যাদি উল্লেখযোগ্য।