Kia Seltos: আবারও প্রকাশ্যে এলো নতুন প্রজন্মের কিয়া সেলটোসের ঝলক
Kia Seltos: সম্প্রতি প্রকাশ্যে এসেছে কিয়া অটোমেকার কোম্পানির আসন্ন নতুন প্রজন্মের সেলটোস এসইউভির ঝলক। এর আগে ভারতেও এই গাড়ির সামান্য দর্শন পাওয়া গিয়েছিল। বর্তমানে বেশ কিছুদিন ধরে কোম্পানির নিজস্ব বাজার অর্থাৎ দক্ষিণ কোরিয়ার রাস্তায় এই গাড়ির পরীক্ষা করা হচ্ছে।
