MG Comet EV: খুব শীঘ্রই লঞ্চ হতে পারে এমজি কমেট ইভির ব্ল্যাকস্টর্ম সংস্করণ
MG Comet EV: ব্রিটিশ অটোমোবাইল কোম্পানি জেএসডব্লিউ এমজি ভারতে তাদের বিভিন্ন আইসিই এবং বৈদ্যুতিক প্রযুক্তির গাড়ি বিক্রি করছে। জানা গিয়েছে এই কোম্পানি খুব শীঘ্রই দেশে তাদের জনপ্রিয় এমজি কমেট ইভি (MG Comet EV) লঞ্চ করতে পারে। তবে এবার এই মডেলের একটি ব্ল্যাকস্টর্ম সংস্করণ লঞ্চ হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। যদিও এই সংক্রান্ত কোনো তথ্য কোম্পানি তরফ থেকে এখনো প্রকাশ করা হয়নি। আশা করা হচ্ছে, এই নতুন সংস্করণের গাড়িটি এমজি হেক্টর, অ্যাস্টর এবং গ্লোস্টারের ন্যায় নির্মিত হবে।