Ola Electric: ওলা ইলেকট্রিক লঞ্চ করলো তাদের নতুন প্রজন্মের ইলেকট্রিক স্কুটার
Ola Electric: ইদানিং ওলা ইলেকট্রিক স্কুটার বহু মানুষের নজরে এসেছে। বর্তমান বাজারদরের সাথে পা মিলিয়ে চলতে প্রায়শই নিজেদের স্কুটারগুলিকে নতুন রূপে প্রকাশ করছে। চলতি বছরে ৩১ শে জানুয়ারি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড তাদের নতুন তৃতীয় প্রজন্মের ইলেকট্রিক স্কুটার প্রকাশ করেছে। নির্মাতারা তাদের পুরনো S1 মডেলের পুনরাবৃত্তির সাথে নতুন দুটি মডেল S2 এবং S3 লঞ্চ করেছে।