Petrol Vs EV Car: পেট্রোল নাকি ইভি? কোনটা বেশি ভাল? কেনার আগে জানা উচিৎ সবার
Petrol Vs EV Car: ইদানিং জ্বালানি চালিত গাড়ি এবং বৈদ্যুতিক গাড়ির মধ্যে জোরদার প্রতিযোগিতা হচ্ছে। অনেকেই আজকাল এই ইভিকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। কিন্তু অনেকে আবার এই দুই ধরনের গাড়ির মধ্যে কোনটা কিনবেন তা বুঝে উঠতে পারেন না। সেই জন্যই দুটি প্রকারের গাড়ির সব রকম বৈশিষ্ট্য যাচাই করে নেওয়া অতি আবশ্যক।