Rebel 300: ভারতে হোন্ডা লঞ্চ করতে চলেছে রেবেল ৩০০ এবং নতুন ৫০০সিসি বাইক

Rebel 300: ভারতের অটোমোবাইল জগতে হোন্ডা (Honda) অতিপরিচিত একটি নাম। কোম্পানি বাজারে প্রথম স্থান অর্জন করতে একের পর এক নতুন মোটরসাইকেল চালু করে চলেছে। বেশি মাইলেজ, উন্নত ইঞ্জিন, দুর্দান্ত বৈশিষ্ট্য প্রদানের মাধ্যমে বাজারে নতুন আকর্ষণীয় মডেল প্রবর্তনের দ্বারা নিজেদের ব্যবসাকে আরও প্রসারিত করার পরিকল্পনা করছে। জানা গিয়েছে, এই কোম্পানি এবার ভারতে রেবেল ৩০০ (Rebel 300) এবং নতুন ৫০০সিসির বাইক চালু করার প্রস্তুতি নিচ্ছে। তবে এই দুটি মডেল লঞ্চ হতে এখনও বহু দেরি। সম্ভবত, ২০২৬ অথবা ২০২৭ সালে মডেলগুলি আনুষ্ঠানিকভাবে দেশে আসতে পারে।