S1 Pro+: ওলা কোম্পানির নতুন বৈদ্যুতিক স্কুটার S1 Pro+ এর সকল বৈশিষ্ট্য
S1 Pro+: গত ৩১শে জানুয়ারি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড ভারতে তাদের নতুন প্রজন্মের S1 মডেল পুনরায় লঞ্চ করেছে। কোম্পানি মডেলটির ৪টি ভ্যারিয়েন্ট প্রকাশ করেছে S1 X, S1 X+, S1 Pro এবং S1 Pro+। প্রতিটি স্কুটারে পাওয়ারট্রেন থেকে শুরু করে বৈশিষ্ট্যকে নানা পরিবর্তনের মাধ্যমে উন্নত করে তোলা হয়েছে। S1 Pro+ মডেলটি কোম্পানির ফ্ল্যাগশিপ সংস্করণ হিসেবে প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনে S1 Pro+ মডেলের বিশদ বিবরণ বর্ণনা করা হবে।