XMR Combat: হিরো প্রকাশ করলো তাদের নতুন করিজমা এক্সএমআর কমব্যাট এডিশনের টিজার

Honda: ভারতের জন্য অত্যন্ত সুখবর নিয়ে হাজির হয়েছে জাপানি অটোমোবাইল কোম্পানি হোন্ডা (Honda)। টু-হুইলার বাজারের ক্ষেত্রে বিশ্বের সকল দেশের মধ্যে ভারত সবচেয়ে এগিয়ে। বর্তমানে দেশে পেট্রোল চালিত টু-হুইলারের পাশাপাশি চাহিদা বাড়ছে বৈদ্যুতিক সংস্করণের। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই দুই চাকার সেগমেন্টে পেট্রোল সংস্করণকে পাল্লা দেবে বৈদ্যুতিক সংস্করণ। আর এই লক্ষ্যে পৌঁছতে ইতিমধ্যে প্রস্তুতি চালু করে দিয়েছে হোন্ডা। এবার ভারতেই উৎপাদন হবে বৈদ্যুতিক দুই চাকা যানের।

XMR Combat: ভারতীয় অটোমোবাইল কোম্পানি হিরো মোটোকর্প (Hero MotoCorp) সম্প্রতি তাদের নতুন করিজমা এক্সএমআর-এর (Hero Karizma XMR) নতুন এডিশন এক্সএমআর কমব্যাট (XMR Combat) প্রকাশ করেছে। এটি হলো হিরোর স্পোর্টস বাইকের একটি জনপ্রিয় মডেল। আশা করা হচ্ছে, চলতি বছরের মধ্যে এই বাইকটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। ইতালির মিলান শহরে আয়োজিত ইআইসিএমএ প্রদর্শনী অনুষ্ঠানে প্রথমবার এই বাইকের ঝলক প্রদর্শিত হয়েছিল। উল্লেখ্য, বাইকটি একটি নতুন রূপে গ্রাহকদের কাছে আসতে চলেছে।