Tata Avinya: ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ টাটা মোটরস বিভিন্ন গাড়ি প্রদর্শিত করেছে। এই গাড়িগুলির মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে টাটা অ্যাভিন্যার (Tata Avinya) নতুন মডেল। এই গাড়িটি ২০২২ সালে প্রথম ধারণা হিসেবে প্রকাশ করা হয়েছিল। গত ১৭ই জানুয়ারি এই গাড়িটি আবারও কিছু নতুন পরিবর্তনের সাথে প্রকাশিত করলো কোম্পানি। এই গাড়ির আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় নকশায় আমূল পরিবর্তন করা হয়েছে।
Tata Avinya
টাটা অ্যাভিন্যা ইভির ব্যাটারিটি ৫০০ কিলোমিটার পর্যন্ত পরিসীমা প্রদান করবে বলে কোম্পানির দাবি। সেই সাথে দ্রুত চার্জিংয়ের প্রযুক্তিও দেওয়া হয়েছে যেটি ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে গাড়িটিকে সম্পূর্ণ চার্জ করতে সহায়তা করবে। আশা করা হচ্ছে অ্যাভিন্যা একাধিক ব্যাটারি প্যাকের বিকল্পের সাথে বাজারে আসবে।
টাটা অভিন্যা বিভিন্ন অত্যাধুনিক বৈশিষ্ট্যের সাথে মার্কেটে লঞ্চ হবে। ইতিমধ্যেই গ্লোবাল এক্সপোর মঞ্চে গাড়িটির নমুনা মডেল দেখে অনেকেরই চক্ষুচড়ক গাছ হয়েছে। গাড়ি নির্মাতারা এই মডেলে ইন্সট্রুমেন্টেশন এবং ইনফোটেইনমেন্টের জন্য ডুয়াল ১২.৩ ইঞ্চি ডিসপ্লে, ওয়্যারলেস ফোন চার্জার, মাল্টি-জোন অটো এসি, প্যানোরামিক সানরুফ, প্রজাপতি দরজা ইত্যাদি বৈশিষ্ট্য প্রদান করেছেন। পাশাপাশি ভিটুএল, ভিটুভি এবং রিজেনারেটিভ ব্রেকিং প্রযুক্তির সুবিধাও দেওয়া হবে (Tata Avinya)।
Read More: Tata Nano EV 2025: টাটা মোটরস খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি Tata Nano EV
টাটা মোটরস কোম্পানি তাদের গাড়ির সুরক্ষার দিকে সবথেকে বেশি নজর দিয়ে থাকে। কোম্পানি এই গাড়িতে উন্নত মানের অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্টস সিস্টেম প্রদান করবে যার মধ্যে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপিং অ্যাসিস্ট, ৩৬০ ডিগ্রী ক্যামেরা, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন, সিট বেল্ট সতর্কতা, ট্র্যাকশন কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ব্লাইন্ড স্পট মনিটর, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ইত্যাদি প্রযুক্তিগুলি থাকবে। এই গাড়িতে চালক, যাত্রী, পার্শ্ব সবমিলিয়ে ৬টি এয়ারব্যাগের ব্যবস্থা রাখা থাকবে। কোম্পানি জানিয়েছে, তারা এই গাড়িটিকে এমন ভাবে তৈরি করেছেন যাতে এটি ইউরো এনসিএপি সুরক্ষা পরীক্ষায় ৫ তারা রেটিং প্রাপ্ত করতে সক্ষম হয় (Tata Avinya)।
এই অ্যাভিন্যা ইভি শুধুমাত্র মডেল হিসেবেই প্রকাশ করেছে কোম্পানি। ভারতে কবে এই গাড়ি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে সেই নিয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতারা। গাড়িটির সম্ভাব্য মূল্য ৩০ লক্ষ টাকা থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিভিন্ন উন্নত প্রযুক্তি, রঙের বিকল্প, ব্যাটারি বিকল্প ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করবে টাটা অ্যাভিন্যার মূল্য (Tata Avinya)।