TVS Jupitar CNG: বিশ্বের প্রথম সিএনজি স্কুটার আনতে চলেছে টিভিএস অটোমোবাইল কোম্পানি

TVS Jupitar CNG: আজকাল অটোমোবাইল জগতে সিএনজি চালিত যানবাহনের চাহিদা ক্রমশ বাড়ছে। সিএনজি অর্থাৎ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস যা যা উচ্চ চাপে প্রাকৃতিক গ্যাসকে সংকোচনের মাধ্যমে তৈরি হয়। পেট্রোল এবং ডিজেলের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির জন্য বহু গ্রাহক সিএনজিকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। ইতিমধ্যেই বাজারে সিএনজি চালিত গাড়ি লঞ্চ করেছে বহু কোম্পানি। বেশ কিছু কোম্পানি সিএনজি চালিত বাইক মার্কেটে আনার পরিকল্পনা শুরু করে দিয়েছে। তবে এবার বিশ্বে প্রথম সিএনজি স্কুটার আনতে চলেছে টিভিএস (TVS) অটোমোবাইল কোম্পানি। ১৭ই জানুয়ারি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫-এ টিভিএস জুপিটার সিএনজি (TVS Jupitar CNG) স্কুটার প্রদর্শন করা হয়েছে।

TVS Jupitar CNG

এই অনুষ্ঠানে টিভিএস কোম্পানি এই স্কুটারটির কেবলমাত্র ধারনা প্রকাশ করেছে। স্কুটারটি বর্তমানে পরীক্ষাধীন এবং এর চূড়ান্ত মডেল এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। এই স্কুটারে ১.৪ কেজির সিএনজি ট্যাঙ্কটি আন্ডার-সিট স্টোরেজ স্পেসে অবস্থিত এবং একটি প্লাস্টিকের প্যানেল দ্বারা আবৃত। কোম্পানির দাবি, এই স্কুটার প্রতি কেজি সিএনজি-তে ৮৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে।

Read More: Tata Nano EV 2025: টাটা মোটরস খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি Tata Nano EV

সিএনজি ছাড়াও স্কুটারটিতে ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক থাকবে। এই ট্যাঙ্ক সামনের অ্যাপ্রোনে জ্বালানী ফিলার ক্যাপের সাথে ফ্লোরবোর্ডে মাউন্ট করা হয়েছে। সিএনজি এবং পেট্রোল উভয়ে মিলিতভাবে মোট ২২৬ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এই টিভিএস জুপিটার সিএনজি-তে একক সিলিন্ডার যুক্ত ১২৪.৮ সিসির ইঞ্জিন থাকবে যেটি ৬০০০ আরপিএম-এ ৭.২ হর্সপাওয়ার এবং ৫৫০০ আরপিএম-এ ৯.৪ নিউটন মিটার শক্তি দেয়। সাধারণ জুপিটার ১২৫-এর ক্ষেত্রে এই শক্তির পরিমাণ ৬৫০০ আরপিএম-এ ৮.১৫ হর্সপাওয়ার এবং ৪৫০০ আরপিএম-এ ১০.৫ নিউটন মিটার। জুপিটার সিএনজি-র প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি ৮০ কিমি (TVS Jupitar CNG)।

টিভিএস জুপিটার সিএনজি স্কুটারের বাকি সকল অংশ অর্থাৎ আকার, বৈশিষ্ট্য, ব্রেক, সুরক্ষা ইত্যাদি টিভিএস জুপিটার ১২৫-এর ন্যায় নির্মিত। সেই অর্থে এই স্কুটারে একটি এলইডি হেডলাইট, একটি সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ইঞ্জিন ইনহিবিটরের মতো বৈশিষ্ট্য থাকবে। সেইসাথে এতে টিভিএস-এর অত্যাধুনিক ইন্টেলিগো স্টার্ট-স্টপ প্রযুক্তি থাকবে যা স্কুটারের মাইলেজ বাড়াতে সহায়তা করবে। আশা করা হচ্ছে, কোম্পানি খুব শীঘ্রই এই স্কুটারের লঞ্চ এবং মূল্য সম্পর্কিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানাবে (TVS Jupitar CNG)।

About Author

Leave a Comment