Underage Driving: গাড়ি চালক এবং পথচারীদের সুরক্ষার জন্য ভারতে বিভিন্ন ধরনের ট্রাফিক নিয়মের প্রচলন রয়েছে। কিন্তু বহু মানুষ এই নিয়মগুলি লঙ্ঘন করে যার ফলে নিত্যদিন বহু দুর্ঘটনা ঘটে থাকে। বর্তমানে অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো ভারতে একটি ক্রমবর্ধমান সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সঠিক প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ছাড়াই নাবালকদের গাড়ি চালানোর কারণে কেবল তাদেরই নয় তাদের সহযাত্রী এবং পথচারী সকলের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এমনকি এক্ষেত্রে গাড়িরও বড়সড় ক্ষতি হতে পারে। তাই অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো আইনত অপরাধ এবং এর জন্য চালক আর গাড়ির মালিক উভয়কেই কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়।
Underage Driving Rules
১৯৮৮ সালে ভারতীয় মোটরযান আইন অনুযায়ী, বৈধভাবে গাড়ি চালানোর জন্য চালকের ১৮ বছর হওয়া অতি আবশ্যক। ১৮ বছরের নিচে কাউকেই লাইসেন্স দেওয়া হয় না। অপ্রাপ্তবয়স্ক কেউ গাড়ি চালাতে গিয়ে ধরা পরলে বিভিন্ন ধরনের শাস্তি পেতে হতে পারে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই চালককে ৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। তবে অপরাধের মাত্রা বেশি হলে চালকের লাইসেন্স স্থগিত কিংবা বাতিল পর্যন্ত করা হতে পারে। অপ্রাপ্তবয়স্ক চালক যদি কোনো দুর্ঘটনার সাথে জড়িত থাকে কিংবা কোনো ব্যক্তিকে আঘাত করে সেক্ষেত্রে তাকে বিনা লাইসেন্সে গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি চালানো, অন্যের জীবন বিপন্ন করার মতো বিভিন্ন অভিযোগে দায়ী করা হতে পারে। পাশাপাশি ১৮ বছরের পরিবর্তে ২৫ বছর পর্যন্ত বৈধ লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
Read More: Hybrid Car Benefits: বর্তমানে বৃদ্ধি পাচ্ছে হাইব্রিড গাড়ির চাহিদা, কি এই হাইব্রিড গাড়ি?
এই ধরনের ঘটনা অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি উদাসীন হওয়ারও ইঙ্গিত দেয়।এক্ষেত্রে কেবলমাত্র চালকই নয় বরং গাড়ির মালিকও অপরাধী হিসেবে বিবেচিত হন। ভারতীয় আইন অনুযায়ী, এই ধরনের ঘটনায় গাড়ির মালিককে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। শুধু তাই নয়, নাবালক চালক যদি কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকে সেক্ষেত্রে গাড়ির মালিকাধীন ব্যক্তিকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। সেই সাথে গাড়ির রেজিস্ট্রেশনও বাতিল করা হয় (Underage Driving)।
তবে ১৮ বছরের নিচে এবং ১৬ বছরের ঊর্ধ্বের নাবালকরা ৫০ সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি পায়। কিন্তু সেক্ষেত্রেও বেশ কিছু ব্যবস্থা অভিভাবক এবং গাড়ির মালিকদের মেনে চলতে হয়। কোনো নাবালক যদি বাইক চালায় তাহলে তাদের অভিভাবকদের সাথে থাকা প্রয়োজন। নাবালক চালকের ক্ষেত্রে গাড়িতে অতি অবশ্যই লার্নার স্টিকার থাকতে হবে (Underage Driving)।