E-Amrit Scheme: সম্প্রতি, ভারতীয় নাগরিকদের মধ্যে ব্যাটারি চালিত গাড়ি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকল কেনার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। কিন্তু অনেকেই এই ইভিগুলির দাম বেশি হওয়ায় পিছু পা হয়ে যান। যদিও গাড়িগুলি দাম বেশি হলেও এদের আজীবন রক্ষণাবেক্ষণ খরচ পেট্রোল-ডিজেল চালিত গাড়ির তুলনায় অনেকটাই কম। এমনকি এইসকল গাড়ি কেনার ক্ষেত্রে ভারত সরকার বিশেষ ধরনের প্রণোদনা প্রদান করে।
Read more: 5 New EV Car in 2025: ২০২৫ এ কোন গাড়িটা নিলে ভাল হবে? কী কী রয়েছে? জানুন কেনার আগে
জ্বালানি চালিত গাড়ি পরিবেশকে ভীষণভাবে দূষিত করে। আবার জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষ বিদ্যুৎজনিত গাড়ির দিকেই পা বাড়াচ্ছেন। পাশাপাশি এই গাড়িগুলি পরিবেশ বান্ধবও হয়ে থাকে। তাই ভারত সরকার এই গাড়ি কেনার জন্য অনুপ্রেরণা হিসেবে নানান স্কিম দিয়ে থাকেন গ্রাহকদের। অনেকেই এই সুবিধার ব্যাপারে সচেতন নন যার কারণে তারা বৈদ্যুতিক গাড়ি কেনা থেকে নিজেদের বিরত রাখেন। সরকার দ্বারা প্রদান করা সুবিধাগুলি হল –
- ক্রয় প্রণোদনা: এই ব্যবস্থায় বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে ক্রয়মূল্যের ওপর গ্রাহকদের সরাসরি ছাড় দেওয়া হয়ে থাকে।
- সুদের অনুদান: ইভি কেনার জন্য কোনো গ্রাহক ঋণ নিয়ে থাকলে সুদের হারে ছাড় প্রদান করা হয়।
- বিশেষ টিকিট: এটি আরেক ধরনের প্রণোদনা ব্যবস্থা যেখানে গ্রাহকদের গাড়ি কেনার পরে কুপনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত দেওয়া হয়।
- সড়ক কর অব্যাহতি: এক্ষেত্রে গাড়ি কেনার সময় সড়ক করের ওপরে ছাড় দেওয়া হয়।
- নিবন্ধন খরচের ছাড়: নতুন গাড়িতে রেজিস্ট্রেশন করার সময় এককালীন খরচ মওকুফ করা হয়।
- আয়কর সুবিধা: একজন ব্যক্তির বৈদ্যুতিক গাড়ি থাকলে তার দ্বারা প্রদেয় করের পরিমাণ কমানো হয়।
এছাড়াও আরও বহু সুযোগ-সুবিধা প্রদান করা হয় যেমন সুদ-মুক্ত ঋণ, তিন-চাকা গাড়ির ওপর বিশেষ ছাড়, টপ আপ ছাড় ইত্যাদি (E-Amrit Scheme)।
Read More: RONFLANT BRISK E SCOOTER: যাতায়াতের জন্য এক চমকপ্রদ ইলেকট্রিক স্কুটার।
এই প্রণোদনার পরিমাণ নির্ভর করে গাড়ির চাকা এবং ব্যাটারির ক্ষমতার ওপর। ২ কিলোওয়াট আওয়ারের দুই-চাকা গাড়ির জন্য অনুমোদিত প্রণোদনার পরিমাণ আনুমানিক ১৫০০০ টাকা প্রতি কিলোওয়াট আওয়ারে। ৫ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন তিন-চাকা গাড়ির ক্ষেত্রে অনুমোদিত প্রণোদনার পরিমাণ প্রায় ১০০০০ টাকা প্রতি কিলোওয়াট আওয়ারে। আবার ১৫ কিলোওয়াট আওয়ারের চার-চাকা গাড়ির জন্য প্রণোদনার পরিমাণ প্রতি কিলোওয়াট আওয়ারে আনুমানিক ১০০০০ টাকা। ২৫০ কিলোওয়াট আওয়ারের ইলেকট্রিক বাসের ক্ষেত্রে প্রণোদনার পরিমাণ প্রতি কিলোওয়াট আওয়ারে আনুমানিক ২০০০০ টাকা।